না ফেরার দেশে ঢাবি শিক্ষক জামাল খান

ঢাবি প্রতিনিধি | ১৮ ডিসেম্বর ২০২১, ২৩:২৯

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল খান ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ (শনিবার) ভোর ৬ টার সময়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন তরুণ এ শিক্ষক।

বিষয়টি সময় ট্রিবিউন কে নিশ্চিত করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক।

ড. নাজনীন আফরোজ হক বলেন, অত্যন্ত ভালো মানের একজন শিক্ষক এবং শিক্ষার্থীদের খুবই প্রিয় ছিলেন। সবসময় হাসিখুশি থাকতেন। দীর্ঘ ২ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। করোনার কারণে ভারতে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয় নি। পরবর্তীতে ঢাকায় চিকিৎসা চলছিলো। অবশেষে আজ ভোর ৬ টায় না ফেরার দেশে চলে গেলেন।

তাঁর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.ফাজরীন হুদা। তিনি এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুর ১২ টায় উনার মরদেহ ভূগোল ও পরিবেশ বিভাগে আনা হবে। এবং বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: