মান্নান, জাবি প্রতিনিধি:
প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রজাপতি মেলার আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ।
১০ ডিসেম্বর (শুক্রবার) জাবির জহির রায়হান মিলনায়তনে মেলার আয়োজন করবে আগামী বিভাগটি।
মেলার আহবায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলাম।
তিনি আরও জানান, দিনব্যাপী মেলায় শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি প্রদর্শনী, শিশুদের জন্য প্রজাপতির আকৃতির ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, প্রজাপতি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং 'প্রজাপতি ও তার বাসস্থান' শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: