অতিমারি করোনাভাইরাসের কারণে দেড় বছরের অধিক সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সৃষ্ট সেশনজট নিরসনে ২০২১-২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক সময় ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি (২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড যথারীতি চলবে।#
আপনার মূল্যবান মতামত দিন: