বাস ভাড়া নিয়ে হয়রানি বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মান্নান, জাবি প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২১, ০৪:৪৮

ছবিঃ সংগৃহীত

বাস ভাড়া নিয়ে হয়রানির অভিযোগে জাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে দাবী তুলে ধরেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সামিহা হাসান।দাবিগুলো হলো- সব রুটের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করা, সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করা, গণপরিবহনের যাত্রাপথে চেক এবং ওয়েবিল বাতিল করা, বিআরটিএর আইন মেনে গেটলক ও সিটিং সার্ভিস বন্ধ করা এবং পরিবহনে শিক্ষার্থী ও যাত্রী হয়রানি বন্ধ করা।

মানববন্ধনে দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, “সড়ক পরিবহনে নৈরাজ্যে এখন দেশের মানুষ নাকাল। শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। শ্রমিক ও শিক্ষার্থীদের একরকম মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাই”। 

গণপরিবহনে হয়রানী বন্ধে ও চলমান সমস্যার সমাধানে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। আগামী ২৪ ঘণ্টার চলমান সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।  

মানববন্ধনের আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে শিক্ষার্থীদের দাবি জানানোর অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা মানববন্ধন করে তাদের দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত প্রক্টর স্মারকলিপি গ্রহণ করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, “শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শুনেছি। আমরা এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবো”।



আপনার মূল্যবান মতামত দিন: