দুই দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমেল

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ০৮:০০

হিমেল হামিদ সিকদার-ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিমেল হামিদ সিকদার গত দুদিন থেকে নিখোঁজ রয়েছেন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা বলে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্‌ হল থেকে বের হয়েছিলেন হিমেল। এর পর থেকে তিনি নিখোঁজ। তাঁর ব্যক্তিগত মুঠোফোনটিও বন্ধ।

তিনি সখীপুরের জামালহাটকুড়া গ্রামের বিল্লাল সিকদারের ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে হিমেলের চাচাতো ভাই ঢাবির শিক্ষার্থী মাহফুজ তালুকদার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হিমেলের বাবা বিল্লাল সিকদার বলেন, গত বৃহস্পতিবার রাতে হিমেল তাঁকে ফোনে জানায় শুক্রবার অথবা শনিবার সে বাড়িতে আসবে। পরের দিন শুক্রবার সকালে বাড়ি আসার কথা বলে হল থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

হিমেলের চাচাতো ভাই মাহফুজ তালুকদার বলেন, শহীদুল্লাহ্‌ হলের প্রভোস্ট ইতিমধ্যে হিমেলের কক্ষ পরিদর্শন করেছেন।

হিমেল ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্ট (ডিএসটিএস) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, হিমেল খুবই সহজ, সরল ও ভদ্র ছেলে। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি খুবই রহস্যজনক। এ ব্যাপারে হিমেলের একাধিক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে পোস্ট দিয়েছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, নিখোঁজ হিমেলের ব্যবহৃত মুঠোফোনটির সর্বশেষ লোকেশন টাঙ্গাইল দেখাচ্ছে। কিন্তু তাঁর মুঠোফোনটি ফোনটি বন্ধ রয়েছে। বিভিন্নভাবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: