গবিতে কোভিড-১৯ বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

গবি প্রতিনিধি | ২১ নভেম্বর ২০২১, ০৬:৩৩

ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আইটি এবং কোভিড-১৯ ট্রেনিং সেলের তত্বাবধানে কোভিড-১৯ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে প্রেজেন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক এবং শ্রেণি প্রতিনিধিরা। 

গত ৩০শে অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০০ শিক্ষার্থীদের কোভিড-১৯ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ও গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগীয় প্রধান ড: বিজন কুমার শীল।



আপনার মূল্যবান মতামত দিন: