স্থগিত হলো পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন

পবিপ্রবি প্রতিনিধি | ৫ নভেম্বর ২০২১, ০৬:৩৩

ছবিঃ সংগৃহীত

গত ১৮ই অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও মনোনয়নপত্র জমার দিন স্থগিত হয়ে গেলো পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন।

রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত) ড. কামরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। নোটিশে বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক ঘোষিত ২০২১-২০২২ সেশনের নির্বাচনী তফসিলের সকল ধরনের কার্যক্রম অনিবার্য কারনবশত স্থগিত করা হলো।

এ বিষয় নির্বাচনের প্রধান কমিশনার প্রফেসর ড.এস.এম. তাওহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন "আমি গত ২ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা প্রদান করি, নির্বাচন স্থগিতের বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে"।

এ বিষয়ে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড.কামরুল ইসলাম বলেন "আগামী ২৭ই নভেম্বর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা রয়েছে, নির্বাচনের কারনে যেনো কোন সমস্যা সৃষ্টি না হয় তাই স্থগিত করা হয়েছে।"
তিনি আরো বলেন ভর্তি পরীক্ষা শেষে পুনরায় নির্বাচন শুরু হতে পারে।

উল্লেখ্য আগামী ৮ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।



আপনার মূল্যবান মতামত দিন: