নোয়াখালীতে রোভার স্কাউটদের চারদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০৯:৩৫

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউট, নোয়াখালী জেলা রোভারের ব্যবস্থাপনায় চার দিনব্যাপি ৮ম নোয়াখালী জেলা কোর্স ফর রোভার মেট- ২০২১ প্রশিক্ষণ কার্যক্রমের আজ বুধবার(২৭ অক্টোবর) শুভ উদ্বোধন করা হয়েছে।

চৌমুহনী সরকারি এস এ কলেজে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল আলম । এ কোর্সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ জন রোভারসহ নোয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন রোভার অংশগ্রহণ করে। 

 বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভারের কমিশনার ও চৌমুহনী সরকারী এস এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা রোভারের সম্পাদক আব্দুল জলীল, আয়োজক কলেজের উপাধ্যক্ষ, জেলা রোভারের কোষাধ্যক্ষ, নোয়াখালী জেলা রোভারের রোভার লিডার প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম, বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রপের রোভার স্কাউট লিডার নাজমুস সাকিব প্রমুখ। 

উল্লেখ্য, চার দিনব্যাপি এ কোর্সটিতে কোর্স লিডার নুরুল আবসারের নেতৃত্বে ঢাকা থেকে আগত আফরোজ সরকার, মোহাম্মদ কায়েস, নোয়াখালী জেলার স্থানীয় প্রশিক্ষকরাসহ মোট ৮ জন অভিজ্ঞ প্রশিক্ষক সশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণকারী রোভারদের তত্ত্বীয় এবং ব্যবহারিকভাবে প্রশিক্ষণ প্রদান করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: