সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী ১৪ শিক্ষার্থী।
বুধবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিক থেকে দুপুর প্রায় সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ভুক্তভোগী ১৪ শিক্ষার্থী ঘটনার বর্ণনা দেয়।
একাডেমিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই সাক্ষ্যগ্রহণে ঘটনার প্রথম সাক্ষ্য দেন আত্মহত্যার চেষ্টাকারী ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল হোসেন।
এরপর এ প্রতিবেদন লেখার সময় (দুপুর দেড়টা) আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রতিনিধি দলের চারজনের সাক্ষ্য নিচ্ছে ইউজিসির প্রতিনিধি দল। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন।
আপনার মূল্যবান মতামত দিন: