জাবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন, হলে তোলার বিষয়ে সিদ্ধান্ত কাল

জাবি, প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২১, ০০:৩১

ছবিঃ সংগৃহীত

হলে উঠার অনুমতি চেয়ে এবং স্বশরীরে ক্লাস চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের সাধারন শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২:৩০ এ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে প্রথম বর্ষের (৪৯তম আবর্তন) সাধারণ শিক্ষার্থীরা দুই দফা দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 

মানববন্ধনে তারা দুই দফা দাবী জানান। ২৪ অক্টোবর থেকে ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু করতে হবে এবং ২১ অক্টোবর বিকাল ৪ ঘটার মধ্যে হলে উঠার অনুমতি দিতে হবে। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শতভাগ আবাসিক ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা কেন হলে থাকা থেকে বঞ্চিত হচ্ছি। করোনা মহামারির কারনে দীর্ঘ ১ বছর ৯ মাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছি কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়া সত্ত্বেও আমাদের হলে উঠার অনুমতি দেওয়া হচ্ছে না, স্বশরীরে ক্লাস করার অনুমতি দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারবো না। 

বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব বলেন, “১ম বর্ষের অধিকাংশ আবাসন সমস্যায় ভুগছে। এ সমস্যা নিরসনে আজ বিকাল ৪ তার মধ্যে আমাদের হলে উঠার অনুমতি দিতে হবে”।

সমাবেশ শেষে, আজ বিকাল ৪ টার মধ্যে হলে ওঠার অনুমতি চেয়ে, প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহা. মুজিবর রহমানের নিকট স্মারকলিপি দাখিল করেন সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা। স্মারকলিপিতে উল্লেখ্য করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্মবিত্ত ও সাধারণ শিক্ষার্থীরা আজ হলে থাকার অনুমতি না পেয়ে আবাসন সমস্যায় ভুগছে। এ সমস্যা লাঘবে আজ বিকাল ৪ (চার) টার মধ্যে হলে থাকার অনুমতি চাই।

এ ব্যাপারে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান বলেন, “সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪৯ ব্যাচের শিক্ষার্থীদের হলে উঠানোর অনুমতি নেই। তবুও আমরা শিউক্ষার্থীদের কথা মাথায় রেখে আজ (২১ অক্টোবর) রাতে প্রভোস্ট কমিটি, রেজিস্টার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের সাথে জরুরী মিটিংয়ে বসব। কিভাবে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তাদের হলে উঠানো যায় এ ব্যাপারে মিটিংয়ে আলোচনা করে আগামীকাল সিদ্ধান্ত জানাব”। 

উল্লেখ্য যে, গত ১১ অক্টোবর প্রথম বর্ষ ছাড়া সকল বর্ষের শিক্ষার্থীদের জন্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল হল সমূহ খুলে দেওয়া হয়েছে এবং দীর্ঘ ১ বছর ৯ মাস পরে আজ প্রথম বর্ষ ছাড়া সকল বর্ষের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস চালুর হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: