জাবির বটতলা খুলছে আজ

জাবি প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২১, ২৩:৪৮

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর আজ শর্তসাপেক্ষে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার দোকানগুলো। বিষয়টি সময় ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বটতলা খোলা কমিটির সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ হেল কাফি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালইয়ের আবাসিক হলগুলো ১১ অক্টোবর খুলে দেয়া হলেও বন্ধ ছিল বাহারী খাবারের জন্য বিখ্যাত বটতলা। এতে ভোগান্তি পোহাতে হয়েছে হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের ভোগান্তির অবসান ঘুচছে আজ। 

একাধিক সূত্রে জানা যায় বটতলার অধিকাংশ কর্মচারী এখনো টিকা নেয়নি। এ ব্যাপারে বটতলা খোলা কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ হেল কাফির কাছে জানতে চাইলে তিনি বলেন, “যেসকল দোকানের কর্মচারী টিকা নিয়েছে শুধু তাদেরই দোকান খোলার অনুমতি দেয়া হবে।“

তিনি আরও জানান, “বটতলার দোকানের কর্মচারীরা হলের প্রাধ্যক্ষ্যদের থেকে প্রত্যয়ন পত্র নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিতে পারবে”।

এ ব্যাপারে আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, “বটতলা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষার্থীরা যেন তাদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলে এটাই আমাদের প্রত্যশা”। 

বটতলা খুলে দেয়া হলেও স্বাস্থ্য সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাও্য়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: