দীর্ঘ ১৮ মাস পর শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো। শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দীর্ঘ ১৮ মাসের অচলায়তন ভাঙ্গলো। বহুদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে মুখে এমন উচ্ছ্বাস। করোনা সংক্রমণ কমে যাওয়ায় অবশেষে হলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই জিনিস পত্র নিয়ে নিজেদের হলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থী অন্তত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র হল কর্তৃপক্ষকে দেখিয়ে নিজ নিজ হলে ওঠে।
এসময় শিক্ষার্থীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ফুল দিয়ে করে নেয় হল প্রশাসন। দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে জাবি কর্তৃপক্ষ শ্রেণি কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেয়।
আপনার মূল্যবান মতামত দিন: