হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকের দায়িত্ব পেয়েছেন একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাইন উদ্দিন ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
সোমবার ( ২০ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, “ এ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের সরকারি হল সুপার জনাব মোহাম্মদ মাইন উদ্দিন, সহকারী অধ্যাপক, একাউন্টিং বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদ, হাবিপ্রবি-এর সহকারী হল সুপার পদের মেয়াদ গত ১৪.০৩.২০২১ তারিখে শেষ হওয়ায় উক্ত পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক বিশ্ববিদ্যালয় আইন এর ১১ নং ধারা (৮) এবং (১২) নং উপধারা মূলে তার নিজ দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে সহকারী পরিচালক( ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে নিয়োগ প্রদান করা হলো।”
অন্য আরেক অফিস আদেশে বলা হয়, “ এ বিশ্ববিদ্যালয়ের আইন এর ১১ নং ধারা ( ৮) এবং (১২) নং উপধারা মূলে জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, হাবিপ্রবি-কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে সহকারী পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ) পদে নিয়োগ প্রদান করা হলো।”
শর্তাবলী :
১। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রতর্তিতব্য সকল বিধি-বিধান মেনে চলতে বাধ্য থাকবেন।
২। বিধি মোতাবেক এক্ষেত্রে প্রদেয় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
৩। প্রয়োজনে কর্তৃপক্ষকে এ আদেশ যেকোনো সময় আদেশ বাতিল করতে পারবেন।
৪। এ আদেশ ২২-০৯-২০২১ তারিখ হতে কার্যকর হবে “।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক পদে নিয়োগ পাওয়ার পরে সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বলেন, ” শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞাতা প্রকাশ করছি হাবিপ্রবির সম্মানিত উপাচার্য মহোদয়ের প্রতি। আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতিতে অবদান রাখতে চাই। সেই সাথে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা যথাযথ পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি “।
আপনার মূল্যবান মতামত দিন: