কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ই রিসোর্স সুবিধা পেতে "রিমোট এক্সেস" সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এর ফলে বিনা খরচে ঘরে বসেই বিশ্বের যেকোন লাইব্রেরির বই, জার্নাল এবং গবেষণাপত্র পড়তে পারবেন শিক্ষক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১ টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘রিমোট এক্সেস পোর্টাল’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এই সেবা পেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের https://coulibrary.remotexs.co এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে গ্রন্থাগারে প্রবেশের জন্য আবেদন করতে পারবে।
ইন্টারনেটভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান কোর নলেজ লিমিটেডের সহযোগিতায় এ সেবা পাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোর নলেজ লিমিটেডের গ্রাহক সফলতাবিষয়ক ব্যবস্থাপক মাইনুর রশিদ রিমোট এক্সেস পোর্টাল সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ডিজিটাল লাইব্রেরির এর মাধ্যমে আইইইই এমার্ল্ড, জেস্টর, এসিএম, উইলে পাবলিশার্সদের প্রায় ৫৮০০০ ই রিসোর্স এবং রিসার্চ ফর লাইফ নামক কনসোর্টয়া থেকে প্রায় ১০০০০০ ই রিসোর্সের সাবস্ক্রিপশান পাচ্ছে। যা এই রিমোট এক্সেস পোর্টালের মাধ্যমে ব্যবহার করা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: