পরিবহন ও হল ফি মওকুফ করলো কুবি প্রশাসন

তাসফিক আবদুল্লাহ, কুবি প্রতিনিধি | ৮ জুলাই ২০২১, ০৩:৫৯

ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের দাবির মুখে করোনাকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, আবাসিক ছাত্র-ছাত্রীরা করোনাকালে যতদিন হলে উঠতে পারবে না ততদিন পর্যন্ত আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে একই সাথে পরিবহন ফি ও মওকুফ করা হয়েছে।

তিনি আরও যুক্ত করেন পরিবহন ফি বছরে দেওয়া হয়, কেউ যদি দিয়ে থাকে তাহলে তারটা পরের বছরের সাথে যুক্ত হয়ে যাবে। অথবা যদি স্নাতকোত্তরের শিক্ষার্থী হয়, যার পরের বছর নেই, সেইক্ষেত্রে তার জামানতের টাকার সাথে ফেরত দেওয়া হবে।

করোনাকালিন একজন শিক্ষার্থীর পক্ষে আগের মত বিভাগের সহযোগী সংগঠন ফি, ল্যাব
ফি, হলসহ আনুষঙ্গিক ফি যা বিভাগভেদে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পরিশোধ করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে স্নাতকোত্তরের ভর্তি ফি ও হল ফি কমানোর দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।



আপনার মূল্যবান মতামত দিন: