পবিত্র মাহে রহমান উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাহরি ও ইফতার সময় সূচি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসুল্লিদের মাঝে সাহরি ও ইফতারের সময় সূচি বিতরণ করা হয়।
সাহরি ও ইফতার সূচি বিতরণ কালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, "রমজানে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা-কর্মীদের ৮ নির্দেশনা দিয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো শিক্ষার্থী, শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার ও সাহরি বিতরণ, বিনামূল্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ। তার শুরুটা করলাম আমরা ইফতার ও সেহরির সময় সূচি বিতরণের মাধ্যমে। পুরো রমজান মাস জুড়ে আমাদের ইফতার প্রোগ্রাম চালু থাকবে। বিশেষ করে কোনো শিক্ষার্থীর যদি ইফতার ও সেহরি করতে অপারগ হয় বাংলাদেশ ছাত্রলীগ পাবিপ্রবি শাখা তার পাশে থাকবে সবসময়"।
সাধারণ সম্পাদক মো নুরুল্লাহ বলেন, ‘পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। এই মাসটি আমাদের মুসলমান সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এই মাসে সাধারণ মানুষের পাশে থাকতে বলা হয়েছে। ছাত্রলীগ একটি আদর্শবান সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে থাকতে চেষ্টা করেছে। রমজানের সময় সূচি পেলে মানুষ উপকৃত হবে, সে চিন্তা করে আমরা আজকে ইফতার ও সাহরির সময়সূচি বিতরণ করেছি। পুরো রমজান মাস জুড়ে পাবিপ্রবি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চেষ্টা করবে।’ এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: