জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২৪ -২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (১১ মার্চ ) এই কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের (৪৮ ব্যাচ) প্রত্যাশা সরকার ও সাধারণ সম্পাদক হয়েছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের (৪৮ ব্যাচ) ফয়সাল রাব্বি।
কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফাইজা মেহজাবিন- (নগর ও অঞ্চল পরিকল্পনা ৪৮ ), সাংগঠনিক সম্পাদক- সাদিয়া আফরিন সুমি (ইংরেজি ৪৮ ), সহ-সাংগঠনিক সম্পাদক-সাদিয়া সরোয়ার উল্লাস (অর্থনীতি ৪৮), অর্থ সম্পাদক-সাবাব শাহরিয়ার অর্ক (পরিসংখ্যান ৪৮), সহ-অর্থ সম্পাদক- ইলোরা রশিদ (রসায়ন ৪৯), দপ্তর সম্পাদক-হিমাদ্রী শেখর দেবনাথ (ইংরেজি ৫০), সহ দপ্তর সম্পাদক- আরিফ হাসান (ব্যাবস্হাপনা ৫০), প্রচার ও যোগাযোগ- সাদিয়া ইফা(ইংরেজি ৫০), সহ-প্রচার ও যোগাযোগ- ইমতিয়াজ আহমেদ (প্রত্নতত্ত্ব ৫১), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-লুৎফুন্নাহার লতা (ইংরেজি ৫০), সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- কাজী হেলেন (ইংরেজি ৫১), তথ্য প্রযুক্তি সম্পাদক- দেবঞ্জনা দেব (ইংরেজি ৫১), সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক - জান্নাতুন নাইম (প্রত্নতত্ত্ব ৫১)।
কার্যকরী সদস্য হয়েছেন নয়জন । এরা হলেন,
রাশেদ রেজা( বাংলা ৫ ১), সাজলী সালসাবিল রুইয়াত( অর্থনীতি ৫১), অর্পিতা প্রধান ( ভুগোল ও পরিবেশ বিজ্ঞান ৫১), ইফফাত শারমিন নিঝুম (রাসায়ন ৫১), যানিব হাসান মাটিয়া( তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ৫১), ফাইমা আক্তার বর্ষা ( বাংলা ৫১), মাসুদ রানা ( আইন ও বিচার ৫২), মেহেরীন আফরিন মিতু ( আইন ও বিচার ৫২), নাবিলা মাহমুদ( ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ৫২)।
উল্লেখ্য ‘ধ্বনি’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ বছর যাবত আবৃত্তি, কবিতা, বাক–উৎকর্ষ বিষয়ে কাজ করে যাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: