পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ফার্মেসী বিভাগের বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৪।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ টি বিভাগের মধ্যে অন্যতম হলো ফার্মেসী বিভাগ।প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া সপ্তাহ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক সহ উক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন,"আয়তনের দিক দিয়ে আমরা ছোট হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ডিংটা অনেক বড়।তিনি আরও বলেন জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলা অনেক জরুরি"।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান সকল বিভাগগুলোকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সাথে মিল রেখে সামনের বছরগুলোতে ক্রীড়া সপ্তাহ পালনের জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য এবারের ক্রিকেট টুর্নামেন্টে ৭ টি দল অংশগ্রহন করছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: