জাবিতে ধ্বনির আবৃত্তি উৎসব শুরু রবিবার

জাবি প্রতিনিধি | ৮ মার্চ ২০২৪, ২১:৫৮

জাবিতে ধ্বনির আবৃত্তি উৎসব শুরু রবিবার

'ছন্দ মায়ায় তিক্ত আগুন, ফুল ছড়াবে নতুন ফাগুন' এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনির আয়োজনে শুরু হচ্ছে আবৃত্তি উৎসব 'সময়ের প্রলাপ-২০২৪'।

আগামী রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ছয়টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এবারের উৎসবের পর্দা উঠবে।

আয়োজকরা জানান, এবারের উৎসবে থাকছে সংগঠনের নবাগতদের প্রযোজনায় 'আগুনপাখির স্রোত' ও স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের প্রযোজনায় বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের 'বনের রাজা'।


ধ্বনির সভাপতি মনিরুল ইসলাম বলেন, "আগুনপাখির স্রোত" নামকরণের উৎস নিহিত রয়েছে 'ধ্বনি'-র ২৬ বছরের পথচলায়- তার অবধারিত বিকাশ এবং সংকটকালীন দৃঢ়তার চর্চায়।
শুভবোধ সঞ্চারের প্রত্যয় নিয়ে ধ্বনিকর্মীরা যে যাত্রা রেখে চলেছে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ জাতীয় পর্যায়ে, তাতে বিভিন্ন সময় নানা ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হয়েছে আমাদের সংগঠন; এমনকি প্রতিবাদের চর্চা জারি রাখায় ধ্বনিকক্ষে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে- যার বাস্তবতায় "জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট" ২৭ শে নভেম্বর কে "কালো দিবস" হিসেবে পালন করে।পুঁড়ে যাওয়া নথিপত্র ও পান্ডুলিপির ভস্ম নিয়েই ফিনিক্স পাখির মতো পুনর্জাগরণ ঘটায় ধ্বনি।
আজকের দিনেও ধ্বনি একইভাবে শুভবোধ সঞ্চারের প্রহরী; বোধের নানা রূপান্তরের ভেতর দিয়ে একজন ধ্বনিকর্মী তৈরি হয়। একক অনুভূতির চর্চা বা বিচ্ছিন্নতাবাদ নয়, তার মধ্যে থাকে "সবার" কথা বলার স্পৃহা।এই প্রযোজনাটি যেহেতু ধ্বনিতে সম্প্রতি যুক্ত হওয়া নতুন সদস্যদের মাধ্যমেই মঞ্চস্হ হবে, তাই ধ্বনির পরম্পরার যাত্রা তুলে ধরতেই "আগুনপাখির স্রোত" নামকরণ।
অপরিকল্পিত ব্যবস্হাপনা জনিত কারণে সম্প্রতি ঘটে যাওয়া বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের উৎসর্গ করছি প্রযোজনাটি।
প্রায় ২০ মিনিটের এই সংক্ষিপ্ত প্রযোজনাটিতে তুলে ধরার চেষ্টা করেছি আজকের সমাজ বাস্তবতার রূঢ় চিত্র- দ্রব্যমূল্যের বৃদ্ধিজনিত দীর্ঘশ্বাস, বিচ্ছিন্নতা ময় কাঠামোর চরম আস্ফালন এবং তার বিপরীতে আমাদের আর্তনাদ-হাহাকার সহ সামগ্রিক বাস্তবতা এবং তার বিপরীতে ধ্বনি কর্মীদের প্রত্যয়ের তান।

এছাড়া, আনুষ্ঠানে আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ্ তমাল।



আপনার মূল্যবান মতামত দিন: