জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জাডস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের (৫২ ব্যাচ) বরণে দুই দিন ব্যাপী "Protagoras 52- JUDS Freshers Debate Festival'24" শীর্ষক নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক ইয়াসির মোহাম্মদ আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই দিনব্যাপী এ উৎসবে নবীনদের বিতর্ক, পাব্লিক স্পিকিং, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা এবং ক্যারিয়ার গাইডেন্স কর্মশালার আয়োজন করা হয়েছে ।
আয়োজনের প্রথম দিন ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নবীনদের জন্য বাংলা এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ট্যাব রাউন্ডের মাধ্যমে সেরা ৪ টি দল সরাসরি সেমি-ফাইনালে উত্তীর্ণ হবে। সমাপনী দিনে ১০ মার্চ জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে নবীনদের জন্য পাবলিক স্পিকিং/উপস্থিত বক্তৃতা, প্রদর্শনী বিতর্ক, মোশন ভিউ'র ব্যবসায়িক শাখা, মোশন বিজনেস সলিউশন্স পরিচালিত একটি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, সমাপনী বিতর্ক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে, নবীন বিতর্কে বিজয়ী দলের জন্য থাকবে ৩ টি স্মার্ট ঘড়ি ও বিজিত দলের জন্য ব্লুটুথ ইয়ারবাডস, এছাড়াও কর্মশালা জুড়ে বিভিন্ন কুইজের মাধ্যমে থাকবে ১৫ টি উপহার, যার মাঝে থাকবে আকর্ষণীয় গ্যাজেট পণ্য সহ নানা উপহার।
দুই দিনের আয়োজনে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: