যৌন হয়রানির প্রতিবাদে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ০২:৫৮

ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে নানান রকম কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদের এক পর্যায়ে বিভাগীয় প্রধান রেজওয়ান আহমেদ শুভ্রকে নিজ চেম্বারে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন।উক্ত মানববন্ধনে মানবসম্পদ ও ব‍্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রেজওয়ান আহমেদ শুভ্র এবং সহযোগী অধ‍্যাপক সাজন সাহার বহিষ্কার চান।

মানববন্ধন শেষে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে অহিংস আন্দোলন গড়ে তোলেন।

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগটি তালাবদ্ধ এবং বিভাগীয় প্রধান ও সাজন সাহার নাম ফলক বিভাগ থেকে উঠিয়ে আগুনে পোড়ানো হয়।কালো কাপড় দিয়ে বিভাগের নাম ফলক ঢেকে দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সঞ্জয় কুমার মুখার্জী তাদের উদ্ধার করেন।

উল্লেখ্য, রবিবার (৩ মার্চ) মানবসম্পদ ও ব‍্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সৈয়দা সানজানা আহসান ছোঁয়ার ফেসবুকে করা এক পোস্টের মাধ্যমে জানান, অনৈতিক সখ‍্যতা করতে চাপ সৃষ্টি করতো বিভাগটির সহকারী অধ্যাপক সাজন সাহা।



আপনার মূল্যবান মতামত দিন: