জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা পরবর্তী ক্যাম্পাস পরিষ্কার অভিযান পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটি ও অরিত্রী ক্লাব।
শুক্রবার (১ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় এ পরিষ্কার অভিযান শুরু করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ ও এ সংলগ্ন এলাকা, পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনের এলাকা ও পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের এলাকাতে পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। ক্লাবের প্রায় অর্ধ শতাধিক সদস্য এ পরিষ্কার অভিযানে অংশ নপয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাশহুরা শাম্মী।
পরিষ্কার অভিযান শেষে ক্লাবটির সাধারণ সম্পাদক মো. শুভ মাহমুদ বলেন, ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে বাইরে থেকে ক্যান্ডিডেটদের পাশাপাশি অনেক মানুষ আসায়, ক্যাম্পাসে আবর্জনাও বেশি ফেলা হয়। এতে ক্যাম্পাস অনেক বেশি অপরিষ্কার হয়ে যায়। ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে আমরা আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখব।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: