জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার 'ডি' ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট চার শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৯ শতাংশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে 'ডি' ইউনিটে ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৩২১জন।
সকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম জীব অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নির্বিঘ্নে চলাচলের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান বসতে দেওয়া হয় নি। অনুমোদনবিহীন রিকশা ও অটোরিকসা বন্ধ করা হয়েছে। এতে সকলেই স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছে। প্রক্টর অফিস, বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশ এবং আনসার নিরাপত্তার কাজে ভালোভাবে দায়িত্ব পালন করায় শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপাচার্য এ অবস্থা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, রেজিস্ট্রার মোঃ আবু হাসান, প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান প্রমুখ উপাচার্যের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি বুধবার 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: