ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বরে এ ঘটনা ঘটে। বেলা ৩ টায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছে আহত শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াজ হোসেন, মাহমুদ হাসান উৎস এবং বাদশা হোসেন।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাঝারুল ইসলাম নাঈম, মারুফ আহম্মেদ, ইংরেজি ২০১৯-২০ বিভাগের মাসুদ, বাংলা বিভাগের তৌহিদ তালুকদার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আহম্মেদ নিশান, ফলিত পুষ্টি ও প্রযুক্তি বিভাগের অলিউর ইসলাম। এছাড়া অজ্ঞাত ১০-২৫ জনের নাম উল্লেখ করেন ভুক্তভোগীরা।
আহত শিক্ষার্থী রিয়াজ হোসেন বলেন, 'আমরা পরীক্ষা শেষ করে বাসের জন্য ঝালচত্ত্বরে অপেক্ষা করছিলাম। তখন পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর আক্রমণ করে। আমাদের বন্ধু উৎস এর চোখে প্রচণ্ড আঘাত লেগেছে। অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছি।'
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, 'অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিব। অভিযোগ প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে অপরাধীরা।'
এ বিষয়ে চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, 'আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। আহত শিক্ষার্থীদের চোখে লেগেছে তবে ততটা আশঙ্কাজনক না। কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। যাবতীয় ঔষধ ও ড্রপ দিয়েছি।'
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: