জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত না করা পর্যন্ত ভর্তি পরিক্ষা নেওয়া চলবে না। অবিলম্বে স্বশরীরে ক্লাস শুরু করার জন্য জোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই দাবি উত্থাপন করেন।
অদক্ষ প্রশাসনের খামখেয়ালিপনায় নিদারুণ সংকটে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (৫২ ব্যাচ) শিক্ষার্থীরা। ভর্তিপরীক্ষা শেষ হওয়ার ৬ মাস অতিবাহিত হওয়ার পরও স্বশরীরে ক্লাস শুরু করতে পারেনি প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আবাসন সংকটের অজুহাত দেখিয়ে নবীন শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে পাঠিয়ে প্রশাসন যে দায়সারা আচরণ করছে, তাতে শিক্ষার্থীদের স্বপ্নময় বিশ্ববিদ্যালয় জীবন শুরুতেই হোঁচট খাচ্ছে।
আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান প্রশাসনের অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতা চরম আকার ধারণ করেছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের গণরুম-গেস্টরুমের নিপীড়নমূলক চর্চা অব্যাহত রাখতে কৃত্রিম সীট সংকটের দিকে বিশ্ববিদ্যালয়কে ঠেলে দিয়েছে প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সীট থাকা সত্ত্বেও, একদিকে সীট ব্যবস্থাপনায় প্রশাসনের কোনোরূপ অংশগ্রহণ না থাকায়, হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন সীটের রাজনীতিতে জিম্মি করছে আবাসিক শিক্ষার্থীদের। অন্যদিকে নতুন চারটি হল প্রস্তুত থাকলেও, বারবার হল চালুর সময় পিছিয়েও হলগুলো চালু করছে না প্রশাসন।
তারা আরও বলেন, উপরুন্ত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে অপসারণের মাধ্যমে বৈধ শিক্ষার্থীদের আসন নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন তার বাস্তবায়নেও কোনো স্বদিচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে একদিকে ৫২ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে পূর্বের একাধিক ব্যাচের শিক্ষার্থীরা গণরুম-মিনিগণরুমে সীমাহীন দুর্ভোগে তাদের মেধার বিকাশ ঘটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে।
#
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: