যথাযোগ্য মর্যাদায় পাবিপ্রবিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

সাজ্জাদুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩

যথাযোগ্য মর্যাদায় পাবিপ্রবিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র‍্যলী বের করা হয়,র‍্যালীটি বিশ্বিবদ্যালয়ের প্রশাসিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে স্বাধীনতা চত্বর প্রাঙ্গনে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হাফিজা খাতুন,উপ-উপচার্য ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ ড. কে এম সালাহ উদ্দীন।

এসময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করে প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, মানবিক ও সামাজিক বিজ্ঞান

অনুষদ, ইইই বিভাগ,গণিত বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ,ইতিহাস বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, আই সি ই বিভাগ, ইইসিই বিভাগ, ফার্মেসি বিভাগ,পরিসংখ্যান বিভাগ,বাংলা বিভাগ, সমাজকর্ম বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, অর্থনীতি বিভাগ, আর্কিটেকচার বিভাগ, বঙ্গুবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, রোভার স্কাউটস গ্রুপ ,কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, পরিবহন পুল সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: