বাকৃবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. গোলাম রাব্বানী

ক্যাম্পাস ডেস্ক: | ২৪ জুলাই ২০২৩, ১৯:১৩

সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী।

রোববার (২৩ জুলাই) নতুন ডিনের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী শিক্ষক হিসেবে তার নিজ দায়িত্বের অতিরিক্ত কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। তিনি সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মো আজিজুল হক-এর স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি আগামী ২০২৪ সালের ২৩ নভেম্বর পর্যন্ত কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। তিনি কৃষি অনুষদীয় ডিনের দায়িত্ব পালনের পাশাপাশি উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব পালনকালে তিনি বিনা ভাড়ায় বাসস্থানের সুবিধাসহ দায়িত্বভাতা গ্রহণ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: