নজরুল বিশ্ববিদ্যালয়ে আসছে ২৬ দিনের স্তব্ধতা

অর্ণব আচার্য্য, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ১০ জুন ২০২৩, ০৭:৪২

ছবি- সংগৃহীত

নজরুল বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে। আগামী রবিবার থেকে এই ছুটি শুরু হবে। তবে ছুটি চলাকালে আবাসিক হল খোলা থাকা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ১১ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। যা চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত।

বঙ্গমাতা হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া হল খোলা থাকবে কি না এ বিষয়ে বলেন, 'অনেক শিক্ষার্থীর একাডেমিক পরীক্ষা এখনো চলমান থাকায় এখনি বন্ধ হচ্ছে না বঙ্গমাতা হল। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে হলটি খোলা থাকবে আগামী ১৭ জুন পর্যন্ত।'

একই প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার জানান, 'এ ব্যাপারে এখনো চারটি হলের সম্মিলিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে আগামী ১৬ জুন পর্যন্ত খোলা থাকছে বঙ্গবন্ধু হল।'



আপনার মূল্যবান মতামত দিন: