"হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল"এই স্লোগানকে ধারণ করে শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৩ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে (বুধবার) শেরপুর সরকারি কলেজে অডিটোরিয়াম হলে এ জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।
এ সময় শেরপুর সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সখিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ কামাল উদ্দিন; মো. আব্দুল কাদির, সম্পাদক, শিক্ষক পরিষদ; শিব শংকর কারুয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (রাষ্টবিজ্ঞান বিভাগ) সহ শেরপুর সরকারি কলেজ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় শেরপুর সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় রবীন্দ্রনাথ ও কবি নজরুলের স্মরনে রবীন্দ্র-নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলা হয়।
ওই সময় উপস্থিত বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য রবীন্দ্র-নজরুলের জীবনাদর্শ ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন এবং সকলকে তাদের আদর্শ চর্চার মধ্যে দিয়ে একজন আদর্শ গুনী মানুষ হওয়ার জন্য অনুপেরণা দেয়।
আপনার মূল্যবান মতামত দিন: