ব্রোঞ্জ পদক বিজয়ী শামীমাকে সংবর্ধনা দিল ডিজিওডব্লিউএফ

আব্দুল মান্নান, জাবি প্রতিনিধি | ২ অক্টোবর ২০২২, ০৭:১০

ছবিঃ সংগৃহীত

‘আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা'য় বাংলাদেশের পক্ষে ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করায় 'ঢাকা জিম ওনার’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিজিওডব্লিউএফ)' এর মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আখতার তুলি এবং তাঁর ছেলে তাহসিন শান লিওনকে" সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

প্রতিষ্ঠানের সভাপতি আলতাফ হোসেন রনির (১১ বার জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়ন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সহ-সভাপতি খালেদ আবদুল্লাহ বাবু, বাংলাদেশ আরম স্পোর্টস এসোসিয়েশানের সাধারণ সম্পাদক ডাঃ কামরুজজামানসহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টস ফেডারেশান ও এসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার ১৩৩টি জিম মালিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা'য় বাংলাদেশের পক্ষে ভেটেরান ক্যাটাগরিতে শামীমা আখতার তুলি একটি ব্রোঞ্জ পদক এবং তাঁর ছেলে তাহসিন শাওন লিওন দুটি ক্যাটাগরিতে দুটি ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়া শামীমা

বাংলাদেশের প্রথম মহিলা ব্ল্যাক বেল্ট, সর্বোচ্চ ‘ড্যান’ ধারী কারাতেকা।



আপনার মূল্যবান মতামত দিন: