ইবি ক্যরিয়ার ক্লাবের নেতৃত্বে মাহী-আজহার

ইবি প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১

সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ফারজানা ইসলাম মাহীকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আজাহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম মাহী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সুমাইয়া তাবাসসুম ওমি, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, আবু তালহা আকাশ। সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লা রিযাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া, অফিস সম্পাদক রনি শাহা, সহকারী অফিস সম্পাদক আরোশি আখি, আবু সায়েদ।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে আবদুল্লাহ আল নোমান, সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী, হেড অব মিডিয়া এন্ড পাবলিক রিলেশন পল্লব আহমেদ সিয়াম, হেড অব আইটি এন্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম, ডেপুটি হেড অব আইটি এন্ড ডিজাইন সাজ্জাদ হোসাইন সৈকত।

হেড অব এন্টারপ্রেনারশিপ আখি আলমগীর, হেড অব রির্সাচ তৌহিদ আহমেদ খাঁন, ডেপুটি হেড অব রির্সাচ অনন্যা রহমান, হেড অব হাইয়ার স্ট্যাডি সিহাব উদ্দিন, ডেপুটি হেড অব হাইয়ার স্ট্যাডি মাহবুবুল ইসলাম হৃদয়, হেড অব বিসিএস রবিউল ইসলাম লাভলু, হেড অব হিউম্যান রিসোর্স মুশফিকুর রহমান, হেড অব কন্টেন্ট রাইটিং মাতিনুর রহমান, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুকান্ত দাস, ডেপুটি হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সোহেল রানা।

উল্লেখ্য, ‘‘ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার’’ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ১৭ অক্টোবর শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইবি ক্যারিয়ার ক্লাব।



আপনার মূল্যবান মতামত দিন: