৬০ বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭

সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক অধ্যাপক ডাঃ মো. সানাওয়ার হোসেনের সভাপতিত্বে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ বায়জীদ খুরশীদ রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আফতাব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মো. মতিউর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক ডাঃ এইচএ গোলন্দাজ তারা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. মুজিবুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাঃ শাহরিয়ার নবী (শাকিল), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন, দেশের উন্নতি ও সমৃদ্ধি বজায় রেখে চিকিৎসকদের জনগণের চিকিৎসা সেবা প্রদান করতে হবে। করোনায় মহামারিতে আমরা আমাদের অনেক চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিত অনেক ভাইবোন, সহকর্মীদের হারিয়েছি। নিশ্চিত মৃত্যু জেনেও দেশের চিকিৎসকরা মানুষকে সেবা দিয়ে গেছেন। চিকিৎসা ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএম এর সাংগঠনিক সম্পাদক উত্তম বড়ুয়া, প্রচার সম্পাদক মাহবুবর রহমান বাবু, অধ্যাপক ডাঃ মীর্জা মাঞ্জুরুল হক, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকসহ প্রমুখ। উল্লেখ্য, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে শুভ সূচনাতে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালী মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাসপাতাল প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের শুভ দ্বারোদঘাটন করা হয়। বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের স্মৃতি রোমন্থন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: