সিলেটে গণস্বাস্থ্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আখলাক, গবি প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ০৮:৫৪

সংগৃহীত

সিলেটের দৌলতপুর ইউনিয়নের দশপাইকা চলধনী হাই স্কুল এন্ড কলেজের ৩৫০ শিক্ষার্থীর মাঝে নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ হতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটির একটি কক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সামগ্রী গুলোর মধ্যে ছিল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, স্যানিটারি ন্যাপকিন, মাস্ক ইত্যাদি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আমির আলী। এসময় নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদ, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এসময়, সোহরাব আহমেদ তার বক্তব্যে চলমান স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী বিষয়সহ নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সকল ছাত্র-ছাত্রীদেরকে তাদের অভিভাবকদের নওধার গণস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসাসহ নরমাল ডেলিভারীর জন্য আসতে বলার জন্য আহ্বান করেন।

উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্র বিগত ১ আগষ্ট থেকে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচী পালন করে আসছে। ইতোমধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০০০ হাজার শিক্ষার্থীর মাঝে গণস্বাস্থ্য কেন্দ্র ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও করোনা প্রতিরোধে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, হেক্সিসল, লাইফবয় সাবান, হুইল সাবান ও মাস্ক বিতরণ করেছে। এছাড়াও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে (ঔষধ সহ) প্রায় দুই হাজার মানুষের স্বাস্থ্য সেবা দিয়েছে। উক্ত কর্মসূচি চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: