রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বহিষ্কারের দাবি জানিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, তিন ঘন্টা ধরে ভুক্তভোগী শিক্ষার্থীকে আটকে রেখে যে শারীরিক,মানসিক নির্যাতন চালানো হয়েছে, তার গলায় ছুরি ধরে চাঁদা নেওয়া হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ক্যাডারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই নি, বরং তাকে সেই হলে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের কে ভয়ের সংস্কৃতি থেকে বেরিযে আসতে হবে। আমাদেে প্রতিবাদ করতে হবে। এই ক্যাম্পাস আমাদের, আমরা যদি মরে যাই, মাথা উঁচু করে মরবো কিন্তু কোন ভয়ের কাছে মাথা নত করব না’।
মানববন্ধনে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব বলেন, একের পর এক এই রকম ঘটনা ঘটছে,তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিছুদিন পর এটা চাপা পড়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে, আবাসন দিতে না পারে,কোন সুষ্ঠ তদন্ত করতে না পারে তাহলে কেনো প্রতিবছর এমন ঘটাও করে শিক্ষার্থীকে ভর্তি করানো হচ্ছে? এমনই যদি চলতে থাকবে তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন অথবা বলে দিন একটি বিশেষ গোষ্ঠী ছাড়া এখানে ভর্তি হওয়া যাবে না। তিনি প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সঠিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে স্টুডেন্টস রাইট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন বাবুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ আগস্ট) বিকাল তিনটায় ভুক্তভোগী শিক্ষার্থী সামসুল ইসলাম কে মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভাস্কর সাহা রুমে ডেকে নিয়ে আনুমানিক ২০ হাজার টাকা কেড়ে নেয় এবং রড ও স্ট্যাপ দিয়ে মারধর করে। এই ঘটনা যদি কাওকে বলা হয় তাকে বুয়েটের আবরারের মতো মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: