অসুস্থ অরুণ কুমার বসাককে দেখতে গেলেন রাবি উপাচার্য

আসিফ আজাদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ১২ আগষ্ট ২০২২, ২২:২৩

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ গবেষক ও ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এর বুকে পেসমেকার বসানো সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হাসপাতালে তাঁকে দেখতে যান।

আজ রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য তাঁর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। উপাচার্য জানিয়েছেন, তিনি এখন সুস্থ্য আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে অল্পদিনের মধ্যে তিনি রাজশাহীতে ফিরে আসবেন এবং শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (১০ আগস্ট) ঢাকার স্কয়ার হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে পেসমেকার বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এনজিওগ্রামের রিপোর্ট স্বাভাবিক থাকায় পেসমেকার বসাতে কোনো ধরনের অসুবিধা হয়নি।


আপনার মূল্যবান মতামত দিন: