বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্তর্গত শেরপুর জেলার বৃহত্তম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ।
আজ ১১ আগস্ট বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়। এতে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দিন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া। এছাড়াও শেরপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ সভাপতি তানভীর আহমেদ পাপ্পু, সহ সভাপতি জহির রায়হান, সহ সভাপতি রিপন মাহমুদ, সহ সভাপতি লালন, সহ সভাপতি সায়েদ অন্তর, সাংগঠনিক সম্পাদক সোহান জামালী, সহ সম্পাদক সোহানুর রহমান শাওন, ক্রীড়া সম্পাদক সুমন, সহ সম্পাদক হাসেন আলী, পাঠাগার সম্পাদক বিপুল, সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ, সদস্য হাসিবুল শান্ত, সদস্য ওয়াহেদুজ্জামান রবিন, সদস্য রিফাত ও কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিদুর রহমান শাহিন।
আপনার মূল্যবান মতামত দিন: