সাংবাদিক মারধরের ঘটনায় জাবি ইয়ুথ জার্নালিস্টস ফোরামের নিন্দা

মান্নান, জাবি প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২২, ০৩:১০

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে মধ্যরাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

গতকাল বুধবার (০৩ আগস্ট) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম, জাবি শাখার দপ্তর সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের ৪৯তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী আল আমিন হোসাইন রুবেলকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব সরদার ও সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ মন্ডল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে ক্যারিয়ারটাইমস টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন হোসাইন রুবেলকে ডেকে নিয়ে মারধর করেন কয়েকজন দুষ্কৃতিকারী। নির্যাতনের এক পর্যায়ে রুবেলের মোবাইল ফোন তল্লাশির চেষ্টা চালালে রুবেল তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুষ্কৃতিকারীরা তাকে মারধর করেন।

তারা আরও বলেন, একজন সাংবাদিকের মারধরের ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের পায়তারার নামান্তর। সাংবাদিকদের সঙ্গে মারধরের ঘটনা যা কোনভাবেই কাম্য নয়। ব্যক্তিগত মোবাইল তল্লাশির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এই নির্যাতনকারীদের লাগাম এখনই টেনে ধরতে হবে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে তা ভবিষ্যতে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: