সমন্বিত ভর্তি পরীক্ষা: রুয়েট কেন্দ্র অংশ নেবে ৯ হাজার ৪৯৫ ভর্তিচ্ছু 

আসিফ আজাদ, রাবি | ৪ আগষ্ট ২০২২, ০১:১৯

সংগৃহীত

তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট, কুয়েট ও রুয়েট) স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা ০৬ আগষ্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে অংশগ্রহণ করবেন ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী

বুধবার (০৩ আগষ্ট) তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের অধিকর্তা ও লোকাল এডমিশন কমিটি রুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু'টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাড়ে বারো টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অন্তগর্ত ‘ক’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৮ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এই গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে মোট ৫০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগের অন্তগর্ত ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। এই গ্রুপে এমসিকিউ ও মুক্ত হস্ত অংক সহ মোট ৭০০ নাম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রশন কার্ড ও ডাউলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে হার্ড কপি পরীক্ষার্থীকে সঙ্গে করে আনতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা হওয়ার ১ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, টের, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও লোকাল এডমিশন কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম রেজা। 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: