রাবিতে 'কাহিনি যুদ্ধের নয় জীবনের’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

আসিফ আজাদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ১ আগষ্ট ২০২২, ০৯:৫৩

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'কাহিনি যুদ্ধের নয় জীবনের’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

বইটির রচয়িতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তাপস মজুমদার। তিনি বর্তমানে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। রাজশাহীস্থ হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আরকাইভস এর উদ্যোগে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অর্থনীতিবিদ ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, মানুষ মুক্তিযুদ্ধের সময় সেই সংকটময় মুহূর্তে কিভাবে সময়ের সাথে মানিয়ে নিয়েছেন এবং কিভাবে তা মোকাবিলা করেছে তার একটি উদাহরণ হিসেবে এই বইটি আমার কাছে উল্লেখ যোগ্য বলে মনে হয়েছে। মুক্তিযুদ্ধের যে ব্যপ্তি এবং তার যে একটা অবস্থান সেটি বুঝার জন্য বইটি আমাদের কাছে বিশেষ একটি দলিল হয়ে থাকবে। এর রচনা শৈলী সহজ এবং তৎকালীন প্রেক্ষাপট সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে। এই বইটিতে মুক্তিযুদ্ধের সেই সময়ের ঘটনার যে উপস্থাপনা তা আমাদের হৃদয় স্পর্শ করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বই টি পড়তে গিয়ে বার বার হারিয়ে যাচ্ছিলাম কৈশরে। লেখক আর আমি প্রায় সমবয়সী তাই বইটি পড়ার সময় সেই কিশোর বয়সে যুদ্ধের দিন গুলোর স্মৃতি বারবার ফিরে আসছিল। লেখনীর মাধ্যমে কোন কিছু প্রকাশ করা বিশেষ করে মুক্তিযুদ্ধের স্মৃতি বর্তমান প্রজন্মের কাছে সহজ ভাষায় গল্পের মাধ্যমে তুলে ধরার যে প্রয়াস তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সেই সময় একজন কিশোরের চোখে যুদ্ধ কেমন ছিল তা এই বই পড়ে বর্তমান সময়ের পাঠকরা ধারণা পাবে’।

বইটির লেখক তাপস মজুমদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার সৌভাগ্য স্বাধীনতা যুদ্ধের সময় আমি কিশোর ছিলাম। না হলে এই ঘটনা লিখা সম্ভব ছিল না৷ তরুণ বয়সের অনেক স্মৃতি মনে না থাকলেও যুদ্ধের সেই দিন গুলো এখন উজ্জ্বল স্মতিতে। নিজের চোখে যা প্রত্যক্ষ করেছিলাম তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য শ্রী অজিত কুমার পাল, অধ্যাপক গোলাম কবির, রাজশাহীস্থ হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আরকাইভসের পরিচালক ড.মাহবুব রহমান সহ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: