রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রিক্তা আক্তারের মৃত্যুর ঘটনায় তার স্বামী আব্দুল্লাহ ইসতিয়াককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ জুলাই) দুপুরে রিক্তার বাবা লিয়াকত আলী জোয়াদ্দর বাদী হয়ে মতিহার থানায় এ মামলা করেন। পরে তাকে হত্য মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘রিক্তার পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রিক্তার বাবা একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় রিক্তার স্বামী ইসতিয়াক রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। এখন আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে’।
ইসতিয়াক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার পোড়াহাটি গ্রামে। নিহত রিক্তা আক্তার একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার জোহপাড়া গ্রামে। দুই বছর আগে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ধরমপুর এলাকায় তারা বাসা ভাড়া নিয়ে থাকতেন।
আপনার মূল্যবান মতামত দিন: