হাবিপ্রবি সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকারের অভিযান

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ৩০ জুলাই ২০২২, ১৯:২৮

সংগৃহীত

আসন্ন ৩০ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের পরীক্ষা উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন বাঁশেরহাট এলাকায় খাবার হোটেল ও দোকানপাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ রুনী। সাথে ছিলেন কনজ্যুমার ইউথ বাংলাদেশ, হাবিপ্রবি শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সহ অধিদপ্তরের কর্মকর্তা ও কনজ্যুমার ইউথ এর অন্যান্য সদস্যবৃন্দ।

বাঁশেরহাট এলাকায় বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন ধারায় চারটি খাবার হোটেলকে তিন হাজার করে টোকেন জরিমানা করা হয়। কয়েকটি হোটেলকে সতর্ক করা হয় এবং খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ উন্নয়ন করতে বলা হয়। এছাড়াও স্থানীয় লোকজনের মাঝে জাতীয় ভোক্তা অধিকারের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: