ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য হোটেল খুঁজতে গিয়ে মারধরের শিকার রাবি শিক্ষার্থী 

রাবি সংবাদদাতা | ২৩ জুলাই ২০২২, ২০:৪৮

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে পূর্বপরিচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য হোটেল খুঁজতে গিয়ে নগরীর লক্ষীপুর মোড়ের অদূরে আলীগঞ্জ পশ্চিমপাড়ায় মারধরের শিকার হয়েছেন এক রাবি শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম দুলাল চন্দ্র। তিনি রাবির দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। 

ভুক্তভোগীর বরাত দিয়ে কুড়িগ্রাম জেলা সমিতির সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ বলেন, ‘দুলালের বাসা কুড়িগ্রামে হওয়ায় সে আমার পূর্ব পরিচিত। সে আজ কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল খুঁজতে গিয়েছিল। তখন কয়েকজনের সাথে পরিচয় হয়েছে৷ তারা বলছে আমাদের হোটেল আছে। সেখানে চলেন হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি। তখন সে রিকশায় উঠে তাদের সাথে গিয়েছে। এরপর তারা জোড় করে লক্ষীপুরের পাশেই আলীগঞ্জ পশ্চিমপাড়ায় রিকশা নিয়ে গেছে এবং তাকে ব্যাপক মাইরধোর করে ফোন টাকা পয়সা সব রেখে দেয়। একপর্যায়ে সে সেন্সলেস হয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রিকশায় তুলে দেয়। এরপর সে আমার হলে আসে এবং আবার সেন্সলেস হয়ে যায়৷ এরপর তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রামেকে নিয়ে যেতে বলে। আমরা এখন তাকে রামেকে নিয়ে যাচ্ছি’।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সলীল সমাদ্দার বলেন, ‘তাকে মাথার পিছনে মারা হয়েছে এবং হাতের কব্জিতে ব্লেডের আঘাত রয়েছে। মাথার পিছনে মারের আঘাত দেখে মনে হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং সে কারণে ফুলে আছে। মাথার আঘাতের কারণে সে সেন্সলেস হয়ে গেছে। মেক্সিমাম ইঞ্জুরি হয়েছে মাথার ভিতর সাইডে। যারা চিকিৎসা এই মুহুর্তে এখানে করা সম্ভব না বলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে’।

এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টর আসাবুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,'আমি বিষয়টি জেনেছি। আগে ভূক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসাটা জুরুরি। তারপর কারা এমন করেছে,কি কারণে করেছে তা বের করা হবে।'

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
    উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
  1. ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
    ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
  1. উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
    উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
  1. পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
    পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
  1. নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
    নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ