চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রীরা।
রাত ১০টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশের নির্দেশনা বাতিল ও ক্যাম্পাসের নিরাপত্তা বিধানের দাবিতে বুধবার রাতে এই বিক্ষোভে অংশ নেন চবির চারটি হলের ছাত্রীরা।
বুধবার রাত ১০টায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকেন তারা। এর আগে গত রোববার রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ৪টি হলে রাত ১০টার মধ্যে প্রবেশের নির্দেশনা দেয় প্রশাসন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: