বন্যার্তদের মাঝে ইবি তারুণ্যের ত্রাণ বিতরণ

ইবি প্রতিনিধি | ৩ জুলাই ২০২২, ০৯:০১

সংগৃহীত

বন্যার্তদের সাহায্য ও ত্রাণ সহযোগিতা নিয়ে সিলেটের মানুষদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। সহায়তা এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি।

শনিবার (২ জুলাই) সিলেটের বিভিন্ন স্থানে ২৬৭ পরিবারের মধ্যে প্রাথমিকভাবে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও  কুড়িগ্রাম বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে চাল, ডাল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ছোট সাবান, মিলিপ্যাক গুঁড়ো দুধ, স্যালাইন, লবন, বিশুদ্ধ পানিসহ বিতরণ করা হয়েছে।

সংগঠনের সদ্য সুভাসিত সভাপতি সাকির হোসাইন সাকি বলেন, আমারা সিলেটের বানভাসি মানুষের কাছে পৌঁছে ইতিমধ্যেই ২৬৭ পরিবারের কাছে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেছি। আমাদের পরবর্তী মিশন কুড়িগ্রাম জেলার বন্যার্তদের পাশে এভাবে শুকনো খাবার দিয়ে দাঁড়ানো। আমাদের টিম সেখানে রওনা দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: