হাবিপ্রবিতে ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ১০:২৫

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( হাবিপ্রবি ) ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বৃহঃপতিবার ( ২৩ জুন ) হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহ মইনুর রহমান এবং ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস সেন্টারের পরিচালক ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. এন. এইচ. এম রুবেল মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবির ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. মিরাজুল আল মিশকাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের সিনিয়ার সভ-সভাপতি সাজ্জাদ জহির সৈকত ও সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল ইসলাম।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ মইনুর রহমান বলেন, " মাননীয় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‍্যাংকিং -এ শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে অতি দ্রুত সময়ের মাঝেই হাবিপ্রবির সুনাম আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পরবে "।

আবার, ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক ড. এন. এইচ. এম রুবেল মজুমদার বলেন, " আমরা অতি অল্প সময়ের মাঝেই হাবিপ্রবির শিক্ষার্থীদের সমৃদ্ধশালী ক্যারিয়ার গঠনের লক্ষ্যে ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেমিনার, জব ফেয়ার, ট্রেনিং সেসন সহ বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করছি। তবে হাবিপ্রবির কোনো সংগঠন যদি শিক্ষার্থীদের সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের লক্ষ্যে কোন অনুষ্ঠান আয়োজনের কথা উদ্যোগ নেয় সেক্ষেত্রে ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস সেন্টার সর্বাত্মক সহযোগিতা করবে "।

এদিকে, ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রিমা খাতুন (সমাজবিজ্ঞান বিভাগ), দ্বিতীয় স্থান অর্জন করেন রাকিবুল ইসলাম রাসেল (ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সাইন্স অনুষদ), তৃতীয় স্থান অর্জন করেন আলিফ হোসেন মাসুদ (অর্থনীতি বিভাগ), চতুর্থ স্থান অর্জন করেন ক্রিসনেন্দু সাহা (মাৎস্যবিজ্ঞান অনুষদ), পঞ্চম স্থান অর্জন করেন মোছাঃ শামসুন্নাহার (মাৎস্যবিজ্ঞান অনুষদ), ষষ্ঠ স্থান অর্জন করেন মোঃ পলাশ ইসলাম (মাৎস্যবিজ্ঞান অনুষদ), সপ্তম স্থান অর্জন করেন মোছাঃ সুরাইন শারমিন (অর্থনীতি বিভাগ), অষ্টম স্থান অর্জন করেন মোঃ ইউসুফ আলী (ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সাইন্স অনুষদ), নবম স্থান অর্জন করেন আরজুমান আরা মৌসুমি (কৃষি অনুষদ), দশম স্থান অর্জন করেন মোঃ নুরুজ্জামান (অর্থনীতি বিভাগ)।

অনুষ্ঠানে নির্বাচিত প্রতিযোগিরা অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট সহ অন্যান্য উপহার গ্রহণ করেন। 

উল্লেখ্য যে, ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতাটি ২০২০ সালে অনুষ্ঠিত হলেও করোনা মহামারীর কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজনে বিলম্বিত হয় বলে জানা যায়। অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টায় হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. মিরাজুল আল মিশকাতের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।


আপনার মূল্যবান মতামত দিন: