রাবি কেন্দ্রে ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি | ১২ জুন ২০২২, ০৪:২২

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১১ টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় ৫ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যা মোট পরীক্ষার্থীর ৯২.৬ শতাংশ। এ দিন দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন মুঠোফোনে এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ১২৮জন। এর মধ্যে ৪৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীর ৭.৪ শতাংশ।

প্রসঙ্গত, এ বছর ঘ ইউনিটে ১ হাজার ৩৩৬ টি আসনের বিপরীতে লড়াই করছে ৭৮ হাজার ২৯ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনে লড়ছে ৫৮ জন করে ভর্তিচ্ছু। গত বছরের মতো এ বছরেও মোট ১০০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় । এমসিকিউ ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট ও লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট করে মোট দেড় ঘন্টা সময় দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: