পাবিপ্রবির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৬:২৯

সংগৃহীত

ছবি আছে

আজ ৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপনে নানা কর্মসূচী গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, এদিন সকাল নয়টায় আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’র পরিবেশনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের প্রাণ রসায়ন বিজ্ঞানী, জীনতত্ত্ববিদ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান। সভাপতিত্ব করবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি থাকবেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। 

 



আপনার মূল্যবান মতামত দিন: