সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ১২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় গবি প্রশাসন।
এর আগে বুধবার (০১ জুন) গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে এই ১২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার খসরু পারভেজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, গবি ট্রেজারার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো: করম নেওয়াজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসা, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন সভায় ১১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, ২১তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: