হাবিপ্রবির ইসিই ক্লাবের উদ্যোগে প্রজেক্ট এক্সিবিশন-২.০ অনুষ্ঠিত হবে ১ জুন

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২৮ মে ২০২২, ১৩:০১

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'ইসিই ক্লাব অব এইচএসটিইউ 'এর উদ্যোগে Project Exhibition-2.0. অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। প্রজেক্ট এক্সিবিশনটি সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে। 

এক্সিবিশনের ইভেন্টসুমহ হলোঃ-

ইভেন্ট: 1. Project Showcasing

                i. Veteran ( মাস্টার্স, ২০১৭, ২০১৮ ও ২০১৯ ব্যাচ )

                ii. Rookie ( ২০২০ ও ২০২১ ব্যাচ )

            2. Poster Presentation

রেজিস্ট্রেশন প্রক্রিয়া :

1. অফলাইন নিবন্ধন:

     জিমনেসিয়াম সেন্টারের পাশে ( সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা )।

2. অনলাইন নিবন্ধনের নিয়মাবলিঃ

 i বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করুন।

 ii. দলের নাম দ্বারা রেফারেন্স দিন (উদাহরণ: টিম *****)

 iii. Transaction ID দেখে নিন।

 iv পেমেন্ট দেওয়ার পর রেজিস্ট্রেশন ফর্মে Transaction ID এবং রেফারেন্সের নাম দিন।

নিবন্ধন ফি:

Project Showcasing: 150/- প্রতি দল

Poster Presentation: 50/- প্রতি দল

পেমেন্টের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরঃ-

বিকাশ নম্বর: 01689652688 (ব্যক্তিগত)

নগদ নম্বর: 01724056518 (ব্যক্তিগত)

রেজিস্ট্রেশন লিঙ্ক:

https://forms.gle/yx8KLGQ2fTCVUbQB8

রেজিমেন্টের শেষ সময় ২৮ মে। 

এই সম্পর্কে জানতে চাইলে ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের 

শিক্ষার্থী নাইমুর রহমান বলেন,"ইসিই ক্লাব অব এইচএসটিইউ কতৃক আয়োজিত প্রজেক্ট এক্সিবিশন ২.০ বহুল প্রতিক্ষিত একটি ইভেন্ট। আমাদের এই ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রযুক্তি বিষয়ক বিভিন্ন স্কিল আর আইডিয়া শেয়ার করার অনেক বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। আমাদের ইভেন্টের প্রজেক্টগুলার মধ্যে বেশিরভাগই থাকছে আমাদের ডেইলি লাইফকে আরও সহজ ও কম্ফোর্টেবল করবে এমন প্রজেক্ট ও আইডিয়াসমুহ।আমরা আশা রাখছি ইসিই ক্লাব এই ইভেন্টের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিজেদের মেলে ধরার জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।"



আপনার মূল্যবান মতামত দিন: