ঢাবি ও নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবি প্রতিনিধি | ১১ মে ২০২২, ০১:৩৫

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সমুদ্র গবেষণায় প্রতিশ্রুতিশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ মে) ঢাবি উপাচার্য অফিসে এক অনুুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবি বঙ্গোপসাগরে যৌথভাবে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো।

সমঝোতা চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল আলম, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল, নোবিপ্রবির শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়ার মোহাম্মদ বাহাদুর। অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাবি সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কে এম আজম চৌধুরী এবং নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান।



আপনার মূল্যবান মতামত দিন: